Logo
Logo
×

রাজনীতি

গণসংবর্ধনার পথে রওনা হয়েছেন তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পিএম

গণসংবর্ধনার পথে রওনা হয়েছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে একটি লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকায় জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনাস্থলের দিকে রওনা হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিমানবন্দরে অবতরণের পর দলীয় ও পরিবারের সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ ও আনুষ্ঠানিক ভ্রমণ কার্যক্রম সম্পন্ন করেন তিনি। তার সফরসঙ্গী ও সিনিয়র নেতারা সঙ্গে রয়েছেন।

পুরো বহরটিকে আইনশৃঙ্খলাবাহিনী নিরাপত্তার চাদরে আচ্ছাদিত রাখার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে অপেক্ষা করা নেতাকর্মীরা তার সঙ্গে ছুটে যাচ্ছেন। এ সময় তারেক রহমান নেতাকর্মীদের হাত নেড়ে সাড়া দেন।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান। বেলা ১১টা ৫০ মিনিটে ফ্লাইট থেকে নামার পর বিএনপির স্থায়ী কমিটির নেতারা তাকে স্বাগত জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন