লন্ডনে ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ইব্রাহিম, সম্পাদক নূরুল আমিন
স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ পিএম
ছবি : সংগৃহীত
লন্ডনে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে শাহ্ মো. ইব্রাহিম মিয়াকে সভাপতি এবং নূরুল আমিন সজল কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের একটি কার্যকরী কমিটি করা হয়েছে।
গত সোমবার ২২শে ডিসেম্বর ইস্ট লন্ডনের ব্রিকলেন এর ইফেস তার্কিস রেস্তোরায় যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে এর আহবায়ক কমিটির প্রধান উপদেষ্টা হাসিব আলম সেলিম এর মতবিনিময় সভায় উপস্থিতি সকলের মতামতের বিত্তিতে যুক্তরাজ্য কৃষকদলের সদস্য সচিব শাহ্ মো. ইব্রাহিম মিয়াকে সভাপতি এবং ইস্ট লন্ডন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব নূরুল আমিন সজল কে সাধারণ সম্পাদক করে ৫১জন সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটির উপদেষ্টা হিসেবে লন্ডনে বসবাসকারী ব্রাহ্মণবাড়িয়া জেলার ৮জন জাতীয়তাবাদী দলের মুরুব্বিদের নাম ও অন্তর্ভুক্তি করা হয়েছে।
কার্যকরী কমিটিতে আরও যারা রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মিজান খান, সহ-সভাপতি মোকাদ্দেছ রানা হামিদ সহ আরো ৮ জন সহসভাপতি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ আরো ৬জন যুগ্ম সাধারণ সম্পাদক।
সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন সহ আরো তিনজন সাংগঠনিক সম্পাদক। তাছাড়া ১৫ জন রয়েছেন বিভিন্ন দপ্তরের দায়িত্বে। উক্ত সংগঠনে ১নং কার্যকরী সদস্য কবীর আহম্মেদ সহ ১৪জন সদস্য রয়েছেন।
উল্লেখ্য থাকে যে, এই সংগঠনটি সূচনা হয়েছিল ২০২২ সালের আগস্ট মাসের ১০ তারিখ একটি আহ্বায়ক কমিটির মধ্যে দিয়ে এবং উক্ত কমিটির প্রধান উপদেষ্টা হিসাবে সংগঠনের সকল কার্যক্রমে উপদেশ ও পরামর্শ দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া নির্বাচনী এলাকার বিএনপি নেতা কবির আহম্মেদ ভূঁইয়া।
সোমবার ২২শে ডিসেম্বর পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ার আগ পর্যন্ত যুক্তরাজ্য বিএনপির সাথে যুক্ত হয়ে বিগত স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে উপস্থিত ও সমস্ত রাজনৈতিক কার্যক্রম উক্ত আহবায়ক কমিটি কর্তৃক পরিচালিত হইছে।



