Logo
Logo
×

রাজনীতি

জমিয়তের সঙ্গে ৪ আসনে ছাড়ের সমঝোতায় বিএনপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম

জমিয়তের সঙ্গে ৪ আসনে ছাড়ের সমঝোতায় বিএনপি

ছবি : সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, যেসব আসনে সমঝোতা হয়েছে সেখানে বিএনপির প্রার্থী থাকবে না এবং একইভাবে অন্যান্য আসনে জমিয়তের কোনো প্রার্থী দেওয়া হবে না।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সমঝোতার ভিত্তিতে চারটি আসনে বিএনপি প্রার্থী দেবে না। এসব আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীরা হলেন— নিলফামারী-১ আসনে মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ আসনে মো. উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবীব।

তিনি আরও বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব আসনে দল কোনো প্রার্থী দেবে না। যদি কেউ স্বতন্ত্রভাবে প্রার্থী হন, তবে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন