Logo
Logo
×

রাজনীতি

হাদিকে হত্যা এবং পরবর্তী বাংলাদেশে কী ঘটানো হবে, সব পূর্বপরিকল্পিত : নাহিদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০১ পিএম

হাদিকে হত্যা এবং পরবর্তী বাংলাদেশে কী ঘটানো হবে, সব পূর্বপরিকল্পিত : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যা এবং পরবর্তী সময়ে বাংলাদেশে কী ঘটানো হবে, তার পরিকল্পনা আগেই করা হয়েছিল।

সোমবার (২২ ডিসেম্বর) সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) উদ্যোগে আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, হাদির হত্যাকাণ্ড কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি ছিল পরিকল্পিত অপরাধ। এর মাধ্যমে দেশের রাজনীতি ও নির্বাচনকে একটি নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদেরও এ ঘটনার দায় রয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে নাহিদ দাবি করেন, সরকারের ভেতরের একটি অংশ এ ঘটনায় সংশ্লিষ্ট। তিনি বলেন, হামলাকারীরা জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান ব্যবহার করেছে এবং এর পক্ষে সম্মতি তৈরি করেছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, এ ঘটনায় কারা সম্মতি দিয়েছে এবং কারা সরাসরি অংশ নিয়েছে তা স্পষ্ট। তাই সরকারের উচিত হবে সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা। তিনি জোর দিয়ে বলেন, সবাইকে একসঙ্গে কাজ করে সরকারকে বাধ্য করতে হবে এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন