জনগণ বুক পেতে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করবে: ইশরাক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন এবং ওইদিন তাকে কোটি মানুষের গণসংবর্ধনার মাধ্যমে বরণ করা হবে।
রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর গোপীবাগে নাজমা টাওয়ারে ওয়ারী থানার ৩৯নং ওয়ার্ড মহিলা দলের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইশরাক হোসেন বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, জনগণ বুক পেতে দিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করবে।
নারীর অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মোট ভোটারের প্রায় ৫২ শতাংশ নারী। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য বিশেষ আইন ও নীতিমালা প্রণয়ন করা হবে। তিনি জানান, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির আওতায় নিম্নবিত্ত ও প্রান্তিক পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যা গৃহিণীর নামে ইস্যু করা হবে এবং নারীদের আর্থিকভাবে ক্ষমতায়িত করবে।
নির্বাচন প্রসঙ্গে ইশরাক বলেন, বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করবে। ভোট কারচুপি রোধে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং নারী ভোটকেন্দ্রে নারী এজেন্ট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরে ভোটাধিকার ধ্বংস করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে।
শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গে ইশরাক বলেন, তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়ের রাজনীতির পক্ষে আপোষহীন ছিলেন। ভারতীয় আগ্রাসনবিরোধী অবস্থানের কারণে তাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, একজন হাদি শহীদ হলে লক্ষ হাদি জন্ম নেয়।
ঢাকা-৬ আসনের ভোটারদের উদ্দেশে ইশরাক বলেন, এলাকার সন্তান হিসেবে নির্বাচিত হলে গ্যাস, জলাবদ্ধতা, ময়লা-আবর্জনা ও নাগরিক সেবার সমস্যাগুলো সমাধানে সংসদে জোরালো ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে ওয়ারী থানা বিএনপি, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



