Logo
Logo
×

রাজনীতি

সাবেক মন্ত্রী আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পিএম

সাবেক মন্ত্রী আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর

চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ছাদেকনগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৫০ থেকে ৬০ জনের একটি দল ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসযোগে ঘটনাস্থলে এসে আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে প্রবেশ করে। ঘটনার সময় তিনি ও তাঁর পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না।

হামলাকারীদের মুখে মাস্ক ছিল এবং তাদের হাতে অস্ত্র ও লাঠিসোঁটা দেখা গেছে। তারা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরের আসবাবপত্র তছনছ করে। একপর্যায়ে বাড়িতে আগুন ধরিয়ে দিলে বাড়ির সামনে থাকা একটি প্রাইভেট কার পুড়ে যায়।

হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন