খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল: ডা. জাহিদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি জানান, খালেদা জিয়া প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন আছেন। এ সময় তার একটি ছোট অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং শারীরিক অবস্থার কোনো অবনতি ঘটেনি।
ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া বর্তমানে করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) কেবিনে চিকিৎসাধীন রয়েছেন, যেখানে আইসিইউর সব সুবিধা বিদ্যমান। তাই এটিকে আইসিইউ সুবিধাসম্পন্ন চিকিৎসা ব্যবস্থা হিসেবে ধরা যায়।
তিনি আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবার ও দলীয় নেতারা দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।



