Logo
Logo
×

রাজনীতি

হাদি হত্যার বিচার ও মব সন্ত্রাস বন্ধের দাবি মির্জা ফখরুলের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

হাদি হত্যার বিচার ও মব সন্ত্রাস বন্ধের দাবি মির্জা ফখরুলের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার বিচারসহ দেশে সংঘটিত প্রতিটি মব সন্ত্রাসের বিচার দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রায় এক বছরের বেশি সময় ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করে ফেলেছে।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। পোস্টে ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যম এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল লেখেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছে, তখন ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠান ও বরেণ্য সাংবাদিক নুরুল কবিরসহ আরও অনেকের ওপর হীন হামলা সংঘটিত হলো।’

তিনি বলেন, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর অপেক্ষায় থাকা শক্তিগুলোই দেশের শত্রু। ‘তারা সংকটের অপেক্ষা করে। আজ এই দুঃখভারাক্রান্ত মুহূর্তকে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে রূপান্তর করেছে। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি,’—লেখেন তিনি।

বিএনপির মহাসচিব আরও লেখেন, ‘হাদি নির্বাচনে প্রার্থী ছিল, জনগণের দরজায় গিয়েছিল। নির্বাচন হবে। বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ। হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে। প্রায় এক বছরের বেশি সময় ধরে এসব মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে।’

বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। মির্জা ফখরুল লেখেন, ‘স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা। আমরা সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। অবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে।’

এদিকে এই সংবাদ প্রতিবেদন তৈরির পর ফেসবুকে গিয়ে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভেরিফায়েড ফেসবুক পেইজটি আর পাওয়া যাচ্ছে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন