Logo
Logo
×

রাজনীতি

২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান, এয়ারপোর্টে ভিড় না করার অনুরোধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ এএম

২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান, এয়ারপোর্টে ভিড় না করার অনুরোধ

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এ উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের লন্ডনের বিমানবন্দরে ভিড় না করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “১৭-১৮ বছর আপনাদের সঙ্গে ছিলাম, কিন্তু এবার ইনশাআল্লাহ দেশে যাচ্ছি। তবে আমার অনুরোধ, কেউ যেন এয়ারপোর্টে না যান। সেখানে ভিড় হলে হট্টগোল তৈরি হবে, এতে দেশের ও দলের সুনাম ক্ষুণ্ণ হবে।”

তিনি আরও বলেন, যারা এ অনুরোধ রাখবেন, তারা দল ও দেশের স্বার্থে সম্মান প্রদর্শন করবেন। আর নিষেধ সত্ত্বেও যারা বিমানবন্দরে যাবেন, তাদের ব্যক্তিগত স্বার্থে যাওয়ার বিষয়টি স্পষ্ট হবে।

বিজয় দিবসের আলোচনায় তারেক রহমান বলেন, স্বাধীনতার পর থেকে নানা ষড়যন্ত্র চলেছে এবং এখনো তা অব্যাহত রয়েছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। তিনি অভিযোগ করেন, স্বৈরাচার সরকার জনগণকে স্বপ্ন দেখিয়ে বিপুল অর্থ পাচার করেছে। বিএনপি স্বপ্ন দেখাতে নয়, বাস্তবায়নে বিশ্বাস করে।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন সহজ হবে না। ঐক্যবদ্ধ থাকলে পরিকল্পনা সফল হবে এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি জানান, দুমাস পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপির কাজ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করা। তিনি বলেন, “আমি কোনো স্বপ্নে নেই, আমি আছি পরিকল্পনায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দেশকে খাদ্যের কিনারা থেকে উদ্ধার করেছিলেন। বিএনপি বিশ্বাস করে, আগামী নির্বাচনে জনগণের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হবে।”

উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারোর পর তারেক রহমান গ্রেফতার হন। ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান এবং তখন থেকেই সেখানেই অবস্থান করছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন