Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশেই চলবে চিকিৎসা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পিএম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশেই চলবে চিকিৎসা

ছবি : সংগৃহীত

বিগত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ২৭ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এখনও উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় সেখানেই চিকিৎসা চলছে।

দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিন হাসপাতালে গিয়ে শাশুড়ির চিকিৎসার তদারকি করছেন।

বিএনপির চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে। নিয়মিত কিডনি ডায়ালাইসিস চলছে। ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও লিভারসহ অন্যান্য সমস্যাও অপরিবর্তিত রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা আগের মতোই আছে।”

চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো উপযুক্ত নয়। এ কারণে তিন দফায় লন্ডনে নেওয়ার তারিখ পিছিয়েছে। আপাতত দেশে রেখেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।

এ বি এম আব্দুস সাত্তার আরও জানান, “ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার যে সিদ্ধান্ত ছিল, সেটি আপাতত হচ্ছে না। দেশে চিকিৎসা চলবে। নতুন করে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত হলে জানানো হবে।”

চিকিৎসকরা বলেন, সার্বিক বিবেচনায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা লন্ডনে নেওয়ার মতো নয়। তাই বিদেশে চিকিৎসার পরিকল্পনা থেকে আপাতত সরে আসতে হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন