Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনে যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে : মান্না

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম

নির্বাচনে যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে : মান্না

ছবি : সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগে নির্বাচন কমিশন বলেছিল, চলতি মাসের ৭-৮ তারিখের দিকে তপশিল ঘোষণা করা হবে। তারপর শোনা গেল ১১ তারিখ তপশিল ঘোষণা হবে। এখন পত্রিকায় আমরা দেখছি, নির্বাচন কমিশন বলছে, নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা বলবে না। আমরা বলেছি, রোজার আগে নির্বাচন হতে হবে। নির্বাচনে যত বিলম্ব হবে, তত শঙ্কা বাড়বে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না।

এ সময় তিনি বলেন, এ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের জোটে খালেদা জিয়ার অসাধারণ অবদান ছিল। তিনি অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন। সবাই চাই তিনিও এই নির্বাচনী প্রক্রিয়ায় থাকুন। তার স্বাস্থ্য বিষয়ে সবার মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে। সে কারণে নির্বাচনের অবস্থার কোনো পরিবর্তন হয় কি না, এটা আমাদের মনের মধ্যে আছে। তবে আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন সঠিক সময়ে হবে।

নির্বাচনী সমঝোতার বিষয়ে তিনি বলেন, ১৫ বছরের লড়াইয়ে আমাদের সঙ্গে বিএনপিসহ অন্যান্য দল ছিল, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কারও সঙ্গে নির্বাচনী সমঝোতা গড়ে ওঠেনি। আমরা এককভাবে কিছু করতে চাই না।

এ সময় দলের সাধারণ সম্পাদক শহিদুল্যা কায়সার, সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আব্দুস সালাম, সদস্য সচিব জোহবাদুল ইসলাম বাবলুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জেলা শহরের কলেজ মোড়ে স্বাধীনতার বিজয়স্তম্ভে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন