Logo
Logo
×

রাজনীতি

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে থাকছেন ১৪ জন সফরসঙ্গী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে থাকছেন ১৪ জন সফরসঙ্গী

ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার উপদেষ্টা ও সফরসঙ্গী ড. এনামুল হক চৌধুরী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

খালেদা জিয়ার সঙ্গে মোট ১৪ জন সফরসঙ্গী থাকবেন। তাদের মধ্যে রয়েছেন— খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সায়েদা শামীলা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মো. আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা শিকদার।

ড. এনামুল হক জানান, সবকিছু স্বাভাবিক থাকলে কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবারের মধ্যে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। যদি তা সম্ভব না হয়, তবে শনিবার তাকে লন্ডনে নেওয়া হবে।

এদিকে দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শারীরিক অবস্থা অনুকূল থাকলে আজ মধ্যরাত বা আগামীকাল সকালে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন খালেদা জিয়া। যাত্রাপথে চিকিৎসা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার সঙ্গে থাকবেন।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন।

এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন