Logo
Logo
×

রাজনীতি

দুই জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৬ পিএম

দুই জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল

ছবি : সংগৃহীত

মাগুরা ও কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সদ্য বিলুপ্ত কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে। অতিসত্বর মাগুরা জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে। একই বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ নির্বাহী কমিটিও বাতিল করা হয়েছে।

জেলা বিএনপির নেতারা জানান, ২০১৯ সালের ২৬ আগস্ট ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিএনপি নেতা আলী আহমেদ এ কমিটির আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্যসচিবের দায়িত্বে ছিলেন। গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটির মেয়াদ ছিল ৯০ দিন।

জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোর বলেন, কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেটা দলের ভালোর জন্যই নেয়া হয়েছে বলে মনে করি। বর্তমান কমিটির মেয়াদ দীর্ঘদিন আগেই পেরিয়ে গেছে।

জেলা কমিটির আওতায় ছয়টি ইউনিট কমিটি রয়েছে। সদ্য বিলুপ্ত কমিটি এর মধ্যে কেবল মহম্মদপুর, শালিখা ও দক্ষিণ মাগুরা ইউনিটে আহ্বায়ক কমিটি গঠন করতে পেরেছিল। সদর উপজেলা, পৌরসভা ও শ্রীপুর উপজেলা বিএনপির কোনো কমিটি গঠন করতে পারেনি তারা। গত ২১ আগস্ট মাগুরা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন