Logo
Logo
×

রাজনীতি

আসন সমঝোতায় দুই ধাপের প্রার্থী তালিকা প্রস্তুত করেছে খেলাফত মজলিস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ এএম

আসন সমঝোতায় দুই ধাপের প্রার্থী তালিকা প্রস্তুত করেছে খেলাফত মজলিস

আসন সমঝোতা সামনে রেখে দুটি পৃথক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। প্রথম তালিকায় রাখা হয়েছে ৩০টি আসন—যেগুলোকে দলটি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং যেসব আসনে প্রার্থীদের জয়ের সম্ভাবনা বেশি বলে দাবি দলের নেতাদের। এসব আসনে কোনোভাবেই সমঝোতায় যেতে নারাজ তারা। দ্বিতীয় লক্ষ্য—প্রতিটি জেলায় অন্তত একজন শক্ত প্রার্থীর জন্য আসন নিশ্চিত করা।

এই ৩০ আসনের প্রাথমিক তালিকায় রয়েছেন দলের শীর্ষ নেতারা—ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, শরীয়তপুর-১ এ মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ফরিদপুর-২ এ মাওলানা আকরাম আলী, সুনামগঞ্জ-৩ এ নায়েবে আমির ও সাবেক এমপি অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, কিশোরগঞ্জ-৬ এ যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনসহ আরও অনেকে।

ফরিদপুর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, কক্সবাজার, নেত্রকোনা ও হবিগঞ্জসহ বিভিন্ন জেলার একাধিক সাংগঠনিক পর্যায়ের নেতাও এই তালিকায় স্থান পেয়েছেন।

আসন বণ্টন নিয়ে আলোচনা এখনো প্রাথমিক অবস্থায় আছে জানিয়ে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে কথা চলছে। কত আসনে কে প্রার্থী দেবে, তা চূড়ান্ত হয়নি।

একই প্রসঙ্গে মহাসচিব ড. আহমদ আবদুল কাদের জানান, দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে শিগগিরই সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন