Logo
Logo
×

রাজনীতি

মায়ের সংকটময় সময়ে দেশে ফেরার আকাঙ্ক্ষা জানালেন তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১০:০৯ এএম

মায়ের সংকটময় সময়ে দেশে ফেরার আকাঙ্ক্ষা জানালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের সিসিইউয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সর্বস্তরের মানুষের আন্তরিকতা ও প্রার্থনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। একই সঙ্গে সংকটময় এই সময়ে মায়ের সান্নিধ্য পাওয়ার তীব্র আকাঙ্ক্ষার কথাও প্রকাশ করেছেন তিনি, যদিও এ বিষয়ে তার ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত বলেও উল্লেখ করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) সকালে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই পরিস্থিতি তুলে ধরেন। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্ট্যাটাসে তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে ‘গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন’ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার আরোগ্য কামনায় দল–মত নির্বিশেষে দেশবাসীর আন্তরিক প্রার্থনা অব্যাহত আছে।

তিনি লেখেন, সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সবার আন্তরিক দোয়া ও ভালোবাসায় জিয়া পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। তার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ করছি।

তারেক রহমান আরও উল্লেখ করেন, দেশ–বিদেশের চিকিৎসক দল সর্বোচ্চ পেশাদারিত্বে সেবা দিচ্ছেন এবং বন্ধুপ্রতীম কয়েকটি রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সহযোগিতার আগ্রহ জানানো হয়েছে।

স্ট্যাটাসের সবচেয়ে স্পর্শকাতর অংশে তিনি নিজের দেশে ফেরার আকাঙ্ক্ষার কথা জানান। লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাবার আকাঙ্ক্ষা আমারও আছে। কিন্তু তা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়।

তিনি ইঙ্গিত করেন, রাজনৈতিক বাস্তবতার কারণে তার প্রত্যাশা পূরণে দেরি হচ্ছে। তবে আশা প্রকাশ করেন, পরিস্থিতি অনুকূলে এলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরতে পারবেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউয়ে চিকিৎসাধীন। শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন