জামায়াত নির্বাচিত হলে ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে সরকার গঠন করবে: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জাতিকে আর বিভক্ত দেখতে চান না এবং বিভক্তি সৃষ্টিকারীদের জাতির দুশমন হিসেবে আখ্যা দেন।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় ঢাকা-১৭ আসনের আয়োজনে অনুষ্ঠিত যুব–ছাত্র–নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, রমজানের আগে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি ও বক্তব্যে আস্থা রাখবে, তাদেরই বেছে নেবে। যদি আমাদের দলকে জনগণ নির্বাচিত করে, আমরা সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে দেশ গড়ব,—বলেন তিনি।
তিনি আরও জানান, কিছু রাজনৈতিক দল ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা ফ্যাসিবাদবিরোধী সব দলকে সঙ্গে নিয়ে সরকার গঠন করবে—জামায়াত ছাড়া। এ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জনগণ আমাদের নির্বাচিত করলে, আমরা কাউকেই বাদ দেব না। সবাইকে নিয়েই নতুন বাংলাদেশ গড়ব।
দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি দাবি করেন, জনগণের সম্পদ চুরি, চাঁদাবাজি, শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টি বা সর্বস্তরে দুর্নীতির মতো অভিজ্ঞতা জামায়াতের নেই। বর্তমান ব্যবস্থাকে আক্রমণ করে তিনি বলেন, দেশে ফ্যাসিবাদ পুরোপুরি বিদায় নেয়নি; এটি এখন অন্য রূপে বিদ্যমান।
দেশ গঠনে নতুন রাজনৈতিক ফর্মুলার কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের সরকার হবে এমন যেখানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নিজের স্বার্থের আগে জনগণের স্বার্থকে গুরুত্ব দেবে, প্রতারণায় লিপ্ত হবে না এবং দুর্নীতি থেকে বিরত থাকবে।
স্বাধীনতার দীর্ঘ পথচলার পরও দেশের সম্পদ ও সম্ভাবনা থাকা সত্ত্বেও জনগণ পূর্ণ সুফল পায়নি—এমন আক্ষেপও করেন তিনি। একই সঙ্গে বলেন, জামায়াত দেশত্যাগ করেনি; বরং কঠিন সময়ে তারা দেশের ভেতরেই সংগঠনকে ধরে রেখেছে, কারাবরণ করেছে এবং জীবন দিয়েছে।



