নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বিএনপি: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তপশিল ঘোষণার পর অতিরিক্ত প্রস্তুতিও নেওয়া হবে।
রিজভী আরও বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোটও একই দিনে অনুষ্ঠিত হওয়া উচিত—এটাই দেশের মানুষের প্রত্যাশা। তিনি ধর্মকে অতিরিক্ত ব্যবহার করে রাজনীতি করাকে অনুচিত উল্লেখ করে বলেন, ধর্মীয় অপব্যাখ্যার ভিত্তিতে যারা রাজনীতি করছেন, তাদের ব্যাপারে জনগণই রায় দেবে। অতিরিক্ত ধর্মীয় ব্যবহার রাজনীতির জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে রিজভী জানান, বর্তমানে বিরোধিতা করলেও ভবিষ্যতে অনেক দলই বিএনপির অংশ হতে পারে।
এদিকে সোমবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ এবং বন্দরসংক্রান্ত দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল নির্বাচিত সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার যাদের হাতে জনগণের ম্যান্ডেট নেই, তারা এমন সিদ্ধান্ত নিতে পারে না।
তারেক রহমান দাবি করেন, ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের সময়সূচি বজায় রাখার সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক। অথচ এই সরকার দেশের আগামী কয়েক দশকের অর্থনীতিতে প্রভাব ফেলবে এমন প্রতিশ্রুতি দিচ্ছে। তিনি উল্লেখ করেন, ব্যাংকিং খাতের চাপ, বৈদেশিক মুদ্রার সংকট, ঋণের ঝুঁকি ও রপ্তানি হ্রাস প্রমাণ করে প্রস্তুতি ছাড়া শুধু ‘অধিকার’ দিয়ে উত্তরণ সম্ভব নয়।
চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশের অর্থনীতির প্রবেশদ্বার। সেখানে নেওয়া দীর্ঘমেয়াদি সিদ্ধান্তগুলো কোনোভাবেই রুটিন কাজ নয়, বরং জাতীয় সম্পদ নিয়ে কৌশলগত অঙ্গীকার। একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার ভবিষ্যৎ প্রজন্মকে বেঁধে দেওয়ার মতো করে এসব সিদ্ধান্ত এগিয়ে নিচ্ছে। তারেক রহমানের মতে, চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো এলডিসি উত্তরণের প্রক্রিয়ার প্রতিচ্ছবি, যেখানে কৌশলগত বিকল্প বন্ধ করে জনআলোচনাকে পাশ কাটানো হচ্ছে।



