বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে : মির্জা ফখরুল
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম
বিএনপিতে ইচ্ছাকৃতভাবে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি রাজনৈতিক দল এই পরিস্থিতি কাজে লাগিয়ে সুবিধা নিতে চাইছে; এ বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফাজিলপুরে সাবেক মন্ত্রী ও প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে নেতাকর্মীদের উদ্দেশে বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এর মধ্য দিয়ে তারা ফায়দা নিতে চায়। এ ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। অতীত অভিজ্ঞতা বলে—ওদের দ্বারা দেশের পরিবর্তন কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে একটি জনসভায় যোগ দিতে রওনা হন।



