Logo
Logo
×

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:২১ এএম

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে শুরু হয়েছে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনি সংলাপ।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের পঞ্চম তলার সম্মেলন কক্ষে সকাল ১০টায় এই সংলাপের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সংলাপের প্রথম দিন সকাল ও বিকেলে দুটি দফায় মোট ১২টি রাজনৈতিক দল এতে অংশ নিচ্ছে।

সকালের প্রথম ধাপে অংশ নেয় ছয়টি দল—লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এই পর্ব চলে দুপুর ১২টা পর্যন্ত।

দ্বিতীয় ধাপে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংলাপে অংশ নেবে আরও ছয়টি দল—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

ইসি সূত্র জানায়, সংলাপে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), আচরণবিধি, নির্বাচনকালীন প্রশাসন ও সুষ্ঠু ভোট আয়োজনের কৌশল নিয়ে মতবিনিময় হচ্ছে।

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ ছাড়া বাকি ৫৩টি নিবন্ধিত রাজনৈতিক দল সংলাপে আমন্ত্রিত হবে। এ সংলাপ কার্যক্রম চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত।

এর আগে গতকাল (বুধবার) গণঅধিকার পরিষদ প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়ে দাবি জানিয়েছে, বিলুপ্ত দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে ইসিকে ব্যবস্থা নিতে হবে।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৩টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং তিনটি দলের নিবন্ধন বাতিল হয়েছে। নতুন তিনটি দলের নিবন্ধন ১২ নভেম্বর চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২৮ নভেম্বর ইসি সুশীল সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নারী নেত্রী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মাধ্যমে পরামর্শ প্রক্রিয়া শুরু করে। এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মধ্য দিয়ে এ কার্যক্রমের শেষ ধাপ শুরু হলো।

ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে কমিশন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন