Logo
Logo
×

রাজনীতি

৭ নভেম্বর ছিল বাংলাদেশ প্রগতির টার্নিং পয়েন্ট: মির্জা ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১২:৪০ পিএম

৭ নভেম্বর ছিল বাংলাদেশ প্রগতির টার্নিং পয়েন্ট: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্ত বানচাল করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। এ দিনটি ছিল বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট,— মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৭ নভেম্বর) ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ফখরুল।

তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার প্রকৃত রক্ষক। শেখ মুজিবুর রহমান একদলীয় বাকশাল গঠন করেছিলেন, কিন্তু জিয়া বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেন। বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করেন তিনি। তাঁর রাষ্ট্র পরিচালনার চার বছরের মধ্যেই দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন আসে।

মির্জা ফখরুল আরও বলেন, তিনি জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন, মুক্তবাজার অর্থনীতি চালু করেন এবং একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেন। আজকের দিনটি শুধু বিএনপির নয়, বরং দেশের সব গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণঅভ্যুত্থানের পর দেশে চলমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান সময়ে নানা চক্রান্ত চলছে। ৭ই নভেম্বরের চেতনা আমাদের সেই পথেই পরিচালিত করে, যে পথে জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচারের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা সেই গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের পথে অটল আছি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, সালাহ উদ্দিন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন