৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তির ঐক্যের আহ্বান তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয়তাবাদী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে হবে। জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে এই আহ্বান জানান তারেক রহমান। মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব শুধু একটি ঐতিহাসিক মোড় নয়, বরং আধিপত্যবাদবিরোধী জাতীয়তাবাদী রাজনীতির উত্থানের সূচনা।
বাণীতে তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর ক্ষমতাসীন গোষ্ঠী নিজেদের স্বার্থে দেশকে আধিপত্যবাদের থাবার মধ্যে ঠেলে দিয়ে একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করেছিল। তিনি বলেন, ৭৫ সালের ৩ নভেম্বর কুচক্রীরা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সপরিবারে বন্দী করলেও, ৭ নভেম্বর সৈনিক ও জনতার ঢলে এক অনন্য সংহতির বিস্ফোরণ ঘটে—যে দিন স্বাধীনতার ঘোষক জিয়া মুক্ত হন।
তারেক রহমান বলেন, রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পায়, দেশ ফিরে পায় বাক ও মত প্রকাশের স্বাধীনতা। তিনি অভিযোগ করেন, আধিপত্যবাদী শক্তির এদেশীয় দোসররা এই গণতান্ত্রিক জাগরণকে সহ্য করতে না পেরে ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াকে নির্মমভাবে হত্যা করে।
বর্তমান প্রেক্ষাপটে তিনি অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিস্টরা গত প্রায় ১৬ বছর ধরে গণতন্ত্র ধ্বংস করে রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রেখেছে। তাদের নতজানু নীতির কারণে দেশের সার্বভৌমত্ব আজ দুর্বল হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী সরকার লড়াকু নেতা-কর্মীদের উপর নির্যাতন চালিয়েছে, গুম-খুনের রাজত্ব কায়েম করেছে, এবং গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর বন্দী রেখেছে।
তারেক রহমান ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্টদের দেশত্যাগে বাধ্য হওয়ার ঘটনাকে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এখন চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মৌলিক মানবাধিকার, ন্যায়বিচার এবং সুশাসন প্রতিষ্ঠা অপরিহার্য।



