Logo
Logo
×

রাজনীতি

গণভোটসহ পাঁচ দফা দাবিতে পল্টনে জামায়াতের বিক্ষোভ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১১:৫৮ এএম

গণভোটসহ পাঁচ দফা দাবিতে পল্টনে জামায়াতের বিক্ষোভ

নভেম্বরেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন এলাকা বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে বিক্ষোভমুখর হয়ে উঠেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ শাখার হাজারো নেতা-কর্মী মিছিল নিয়ে পল্টনের দিকে অগ্রসর হন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির পর এ গণভোটের দাবিতেই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে দলটি। একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর নেতাকর্মীরাও পল্টনে সমবেত হয়েছেন।

বেলা সাড়ে দশটার দিকে মিছিলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার নেতৃত্বে ঢাকা দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে মিছিলে যোগ দেন।

জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—নভেম্বরেই গণভোট আয়োজন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, নির্বাচনে সব দলের সমান সুযোগ নিশ্চিত করা, ধর্মীয় স্বাধীনতা বজায় রাখা এবং রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।

সমাবেশে অংশ নেওয়া হারিস উদ্দিন বলেন, জনগণের মতামত ছাড়া রাষ্ট্র পরিচালনা করা যায় না। আমরা শান্তিপূর্ণ উপায়ে জনগণের রায়ের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাই।

এর আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে সরকারকে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।

মিছিল শেষে যমুনায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে বলে জানিয়েছে দলটি। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে পল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন