Logo
Logo
×

রাজনীতি

প্রার্থী চূড়ান্ত ও জুলাই সনদ বাস্তবায়নে বৈঠকে বিএনপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম

প্রার্থী চূড়ান্ত ও জুলাই সনদ বাস্তবায়নে বৈঠকে বিএনপি

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্তকরণ নিয়ে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে আলাপ-আলোচনার ভিত্তিতে দলীয় ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির একাধিক সদস্য। বিভাগওয়ারী সাংগঠনিক সম্পাদকদেরও দুপুরেই গুলশানে উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকের বিস্তারিত বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এর আগে রবিবার রাতে বিএনপির প্রবাসী নেতাকর্মীদের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে দলের ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করা হয়। এ উপলক্ষে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হয়ে তারেক রহমান জানান, শিগগিরই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

তিনি বলেন, দল যাকে যে আসনে মনোনয়ন দেবে, অনুগ্রহপূর্বক তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষকে আমি এ আহ্বান জানাচ্ছি।

গত দুই সপ্তাহ ধরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন বিভাগের প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন তারেক রহমান। তিনি প্রার্থীদের জানিয়েছেন, দল সবদিক বিবেচনা করে যাকেই মনোনীত করবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন