Logo
Logo
×

রাজনীতি

‘বিমানবন্দরে ইমিগ্রেশনে গিয়ে জানতে পারি বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১২:৪৯ পিএম

‘বিমানবন্দরে ইমিগ্রেশনে গিয়ে জানতে পারি বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে’

ছবি : সংগৃহীত

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলন অভিযোগ করেছেন, চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককে ফেরার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে জানতে পারেন, তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নিষেধাজ্ঞার কারণ জানতে চাইলেও কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা পাননি বলে জানান তিনি।

শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে মিলন বলেন, “দলের নির্দেশে চিকিৎসা অসম্পূর্ণ রেখেই ২৫ অক্টোবর দেশে ফিরি। সাংগঠনিক কার্যক্রম শেষ করে ৩০ অক্টোবর ফের ব্যাংককে যাওয়ার সময় বিমানবন্দরে বাধার মুখে পড়ি।”

তিনি আরও বলেন, “বিগত সরকারের আমলে আমার পরিবারসহ বিএনপি ও ভিন্নমতাবলম্বীদের ওপর যে অমানবিক নির্যাতন হয়েছে, তা সবারই জানা। সে সময় বিদেশযাত্রা নিষেধাজ্ঞা ছিল নিপীড়নের একটি হাতিয়ার।”

বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা প্রকাশ করে মিলন বলেন, “এই সরকার ২৪ গণঅভ্যুত্থানের ফসল। বিএনপি শুরু থেকেই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের প্রতি সমর্থন জানিয়ে এসেছে। আমি বিশ্বাস করি, কোনো সংস্থার ভুল তথ্য বা ষড়যন্ত্রে সরকার বিভ্রান্ত হবে না এবং নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষায় যথাযথ ব্যবস্থা নেবে।”

নিজেকে স্বচ্ছ ও গণতান্ত্রিক রাজনীতির অনুসারী দাবি করে মিলন বলেন, “আমি কখনো কোনো ষড়যন্ত্র বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। দেশের মানুষের ভালোবাসায় আমি আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করে রাজনীতিতে এসেছি।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন