Logo
Logo
×

রাজনীতি

কলকাতায় মারা গেলেন আ‘লীগের সাবেক এমপি

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৭:০৩ পিএম

কলকাতায় মারা গেলেন আ‘লীগের সাবেক এমপি

কলকাতায় মারা গেলেন আ‘লীগের সাবেক এমপি। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কনিকা বিশ্বাস কলকাতার সল্টলেকের মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিট নাগাদ বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

প্রয়াতের তথ্য নিশ্চিত করেছেন কনিকার আত্মীয় ও চিকিৎসক ডা. সুবোধ বিশ্বাস। তার শেষকৃত্য বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কলকাতার নিমতলা মহাশ্মশানে সম্পন্ন হবে।

কনিকা বিশ্বাস বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিতে জন্মগ্রহণ করেন। যদিও তিনি জন্মভূমি বাংলাদেশ, শেষ কয়েক বছর ধরে তার পরিবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করছিল।

১৯৭৩ সালে তিনি প্রথম জাতীয় সংসদের নারী আসন-১১ থেকে মনোনীত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বাংলাদেশের ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন এবং মুক্তিযুদ্ধের সময় সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮৫ সালে তার স্বামী বীরেন রাজ বিশ্বাস প্রয়াত হন।

ডা. সুবোধ বিশ্বাস জানান, প্রয়াত কনিকা বিশ্বাসকে শেষকৃত্য উপলক্ষে বুধবার বিকেলে হাসপাতাল থেকে মহাশ্মশানে নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন