Logo
Logo
×

রাজনীতি

এনসিপিতে আওয়ামী লীগ-ছাত্রলীগের সঙ্গে জড়িতরা যোগ দিতে পারবে না: সারজিস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১০:১৩ পিএম

এনসিপিতে আওয়ামী লীগ-ছাত্রলীগের সঙ্গে জড়িতরা যোগ দিতে পারবে না: সারজিস

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে যারা আওয়ামী লীগ বা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তারা এনসিপিতে যোগ দিতে পারবেন না। তবে অন্য যেকোনো দলের সৎ ও আদর্শবান ব্যক্তিদের জন্য এনসিপির দরজা সবসময় খোলা থাকবে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগে আবু সাইদ কনভেনশন হলে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “যদি এনসিপি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে পারে, তাহলে আগামী দুই বছরে এটি দেশের সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক দলে পরিণত হবে।” তিনি সতর্ক করে বলেন, “যারা ব্যক্তিগত স্বার্থে এনসিপিতে আসতে চান, তাদের জন্য এই দল নয়।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “নিজের উন্নতির জন্য অন্যকে টেনে ধরার প্রবণতা পরিহার করতে হবে। নেতিবাচক আচরণ থেকে বেরিয়ে এসে দলীয় ঐক্য ও আদর্শ রক্ষা করতে হবে।”

তিনি আরও বলেন, “এনসিপি কোনো পোষা বিরোধী দল হতে আসেনি। আমরা জনগণের হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করতে চাই, না হলে শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখব।”

সংগঠন বিস্তারের বিষয়ে সারজিস আলম জানান, আগামীকাল শনিবার থেকে জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা শুরু হবে। তিন দিনের মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হবে। ১৫ নভেম্বরের মধ্যে দেশের সব জেলা ও মহানগরে এবং ৩০ ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন, উপজেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি দাবি করেন, “যদি এই সাংগঠনিক কাঠামো সম্পূর্ণ করা যায়, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করবে।”

সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন