Logo
Logo
×

রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন ভিত্তিহীন বলছে এনসিপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১০:৪৯ এএম

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন ভিত্তিহীন বলছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশ হয় যে তিনি দলের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এসব প্রতিবেদনে এনসিপির একটি সূত্রের বরাত দেওয়া হয়।

তবে এ সংবাদ প্রকাশের পরপরই রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে পদত্যাগের খবরকে ‘ভিত্তিহীন ও অসত্য’ বলে দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গেই আছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন-সংক্রান্ত কাজে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন এবং মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের দায়িত্বও পালন করছেন। তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার খবর সম্পূর্ণ অসত্য।

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদও রাতে ফেসবুকে এক পোস্টে লিখেছেন, কনফার্ম করছি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের সংবাদ গুজব ছাড়া আর কিছুই নয়। এমন অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি।

এর আগে, মধ্যরাতে কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয় যে নাসীরুদ্দীন পাটওয়ারী দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন, যদিও দলীয় হাইকমান্ড তা এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি।

দলীয় নেতারা বলছেন, এসব খবরের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং নাসীরুদ্দীন পাটওয়ারী এখনও দলের দায়িত্বে বহাল আছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন