Logo
Logo
×

রাজনীতি

চক্রান্তকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান গোলাম পরওয়ারের

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৬:১৫ পিএম

চক্রান্তকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান গোলাম পরওয়ারের

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ছাত্রজনতার বিপ্লবকে নস্যাৎ করতে একটি কুচক্রী মহল সাম্প্রদায়িকতার কার্ড খেলার পাঁয়তারা করছে। দেশে ও বিদেশে অবস্থান করে তারা দেশের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এদের বিষয়ে সতর্ক থাকাতে হবে।

সোমবার (২০ অক্টোবর) খুলনার ফুলতলা উপজেলা কার্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের ফুলতলা অঞ্চলের সাথীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের সন্তানেরা দেশের জন্য যে ভূমিকা রাখছে, তা আগামী বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির জন্য আশাব্যঞ্জক। ছাত্রসমাজের প্রতিনিধি হিসেবে ইসলামী ছাত্রশিবিরকে তাদের পাশে থেকে কাজ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের খুলনা জেলা উত্তর সভাপতি ইউসুফ ফকির এবং সঞ্চালনা করেন এইচআরডি সম্পাদক হোসাইন আহম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও অধ্যক্ষ গাউসুল আজম হাদী।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা, শেখ সিরাজুল ইসলাম, ছাত্রশিবিরের খুলনা জেলা সেক্রেটারিয়েট সদস্য বোরহান হোসেন, ফুলতলা উপজেলা সভাপতি আব্দুর রহীম, ফুলতলা পশ্চিম সভাপতি ওয়ালিদ হাসান, খান জাহান আলী থানা সভাপতি ইমরান হোসেন, ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, খান জাহান আলী থানা আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, ফুলতলা উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান, শেখ আলাউদ্দিন, নজরুল ইসলাম জমাদ্দার প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন