জুলাই জাতীয় সনদের পঞ্চম দফা সংশোধনের প্রস্তাব দিলেন সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১২:৩৬ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই জাতীয় সনদের পঞ্চম দফা সংশোধনের প্রস্তাব দিয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রস্তাব প্রকাশ করেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, জুলাই জাতীয় সনদের ৫ নম্বর দফাটি সংশোধন হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ, ছাত্র গণঅভ্যুত্থান–২০২৪ এ আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনী ও তাদের অনুগত কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র–জনতার ওপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে।
তিনি আরও বলেন, জনগণের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু সদস্যও প্রাণ হারায়, যারা গাদ্দার ও বিশ্বাসঘাতক। তাদের বিচার জনতার আদালতেই সম্পন্ন হয়েছে। তাই যৌক্তিক কারণেই ৫ নম্বর দফাটি সংশোধন প্রয়োজন।
জুলাই জাতীয় সনদের সংশোধিত ৫ নম্বর দফা হিসেবে সালাহউদ্দিন আহমদ প্রস্তাব করেছেন। গণঅভ্যুত্থানপূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের, এবং ২০২৪ সালের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।



