Logo
Logo
×

রাজনীতি

জুলাই জাতীয় সনদের পঞ্চম দফা সংশোধনের প্রস্তাব দিলেন সালাহউদ্দিন আহমদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১২:৩৬ পিএম

জুলাই জাতীয় সনদের পঞ্চম দফা সংশোধনের প্রস্তাব দিলেন সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই জাতীয় সনদের পঞ্চম দফা সংশোধনের প্রস্তাব দিয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রস্তাব প্রকাশ করেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, জুলাই জাতীয় সনদের ৫ নম্বর দফাটি সংশোধন হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ, ছাত্র গণঅভ্যুত্থান–২০২৪ এ আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনী ও তাদের অনুগত কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র–জনতার ওপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে।

তিনি আরও বলেন, জনগণের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু সদস্যও প্রাণ হারায়, যারা গাদ্দার ও বিশ্বাসঘাতক। তাদের বিচার জনতার আদালতেই সম্পন্ন হয়েছে। তাই যৌক্তিক কারণেই ৫ নম্বর দফাটি সংশোধন প্রয়োজন।

জুলাই জাতীয় সনদের সংশোধিত ৫ নম্বর দফা হিসেবে সালাহউদ্দিন আহমদ প্রস্তাব করেছেন। গণঅভ্যুত্থানপূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের, এবং ২০২৪ সালের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন