Logo
Logo
×

রাজনীতি

রাকসুর ২৩ পদের ২০টিতে শিবিরের জয়

Icon

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১২:৩০ পিএম

রাকসুর ২৩ পদের ২০টিতে শিবিরের জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি ও এজিএসসহ ২৩টির মধ্যে ২০ পদে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। বাকি তিনটি পদে জয়ী হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল, ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থীরা।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

ফলাফল অনুযায়ী, ভিপি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস পদে একই প্যানেলের এস এম সালমান সাব্বির এবং জিএস পদে জয়ী হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাহউদ্দিন আম্মার। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোহফা এবং ক্রীড়া সম্পাদক পদে ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের প্রার্থী জয়ী হয়েছেন। তবে এজিএস পদে এক হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন ছাত্রদলের প্রার্থী এষা।

রাকসুর পাশাপাশি হল সংসদের শীর্ষ পদগুলোতেও বড় ব্যবধানে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ঘোষিত ফলাফলে দেখা যায়, প্রায় সব হলেই ভিপি, জিএস ও এজিএস—তিনটি পদেই জয়ী হয়েছেন সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

ছাত্র হলগুলোর মধ্যে মাদার বখশ হলে ভিপি মো. রুবেল আলি ও জিএস ইব্রাহিম হোসাইন; শেরে বাংলা ফজলুল হক হলে রানা হোসাইন ও তানজীল হোসাইন; শাহ মখদুম হলে শামীম পাটোয়ারী ও বায়জিদ; নবাব আব্দুল লতিফ হলে নেয়ামত উল্যাহ ও নুরুল ইসলাম শহীদ; সৈয়দ আমির আলি হলে নাঈম ইসলাম ও সাব্বির ইসলাম; শহীদ শামসুজ্জোহা হলে আশিকুর রহমান ও সোয়াইব হোসেন জয়ী হয়েছেন।

এছাড়া হবিবুর রহমান হলে আহমাদ আহসান উল্লাহ ফারহান ও আশিক শিকদার; মতিহার হলে তাজুল ইসলাম ও আরিফুল ইসলাম; সোহরাওয়ার্দী হলে কাউসার হাবিব ও সাচ্ছু হোসেন; বিজয়–২৪ হলে রাছেল মিয়া ও ইমরুল হাসান মিশকাত নির্বাচিত হয়েছেন।

নারী শিক্ষার্থীদের হল সংসদেও একই চিত্র। বেগম খালেদা জিয়া হলে ভিপি সাবরিনা মারজান ও জিএস জারিন তাসনিম রিফা; জুলাই–৩৬ হলে সৈয়দা সমাপিকা আহমেদ সিমি ও তাসফিয়া তাবাস্সুম; রহমতুন্নেসা হলে সাইফুন নাসিরা ও হাবিবা আক্তার রিয়া; মন্নুজান হলে সুমাইয়া জাহান ও তাসমেরি জাহান তন্বী জয়ী হয়েছেন।

রোকেয়া হলে অর্পণা হক মুগ্ধ ও মোসা. লায়লা খাতুন, তাপসি রাবেয়া হলে মরিয়ম খাতুন ও তাওহিদা আক্তার নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ছাত্র হলের মতো ছাত্রী হলগুলোর প্রার্থীরাও ছাত্রশিবির ও তার ছাত্রী সংগঠনের সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর পক্ষ থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন