Logo
Logo
×

রাজনীতি

চাকসুর ভিপি-জিএস পদে জয়ী শিবির সমর্থিত প্যানেল, এজিএস ছাত্রদলের

Icon

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৯:০০ এএম

চাকসুর ভিপি-জিএস পদে জয়ী শিবির সমর্থিত প্যানেল, এজিএস ছাত্রদলের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) ও জেনারেল সেক্রেটারি (জিএস) পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা। অন্যদিকে, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৪টার দিকে ১৪টি হল ও একটি হোস্টেলের অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর ইব্রাহিম হোসেন রনি ভিপি পদে এবং সাঈদ বিন হাবিব জিএস পদে নির্বাচিত হয়েছেন। এজিএস পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক।

ফল অনুযায়ী, ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ৭ হাজার ২২১টি ভোট, জিএস পদে সাঈদ বিন হাবিব পেয়েছেন ৭ হাজার ২৯৫টি ভোট, আর এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৬ হাজার ৪৪১টি ভোট।

বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৯৩ জন।

যদিও সারাদিন ভোটগ্রহণ শান্তিপূর্ণ ছিল, ফলাফল ঘোষণার আগে উত্তেজনা দেখা দেয়। বুধবার রাত একটার পর ভোট কারচুপির অভিযোগ তুলে ছাত্রদলের নেতাকর্মীরা উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনকে অবরুদ্ধ করে রাখেন। প্রায় আড়াই ঘণ্টা পর, রাত সাড়ে ৩টার দিকে তিনি মুক্ত হন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের বাইরে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থকদের পক্ষে যথাক্রমে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নেন। উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাত একটা পর্যন্ত তাদের উপস্থিতি দেখা যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন