সিরাজগঞ্জে জামায়াতের ৩০ নেতাকর্মী বিএনপিতে
উল্লাপাড়া প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১০:২৫ পিএম
ছবি-সংগৃহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামী থেকে বিএনপিতে যোগ দিয়েছেন ওয়ার্ড জামায়াতের আমীর আনোয়ার হোসেনসহ ৩০ নেতাকর্মী।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বাঙালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান জ্যোতির পথসভায় এসে তারা বিএনপিতে যোগদান করেন।
এ বিষয়ে জানতে রাতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান জ্যোতির মুঠোফোনে যোগাযোগ করা হলে তার সহকারী (পিএস) মো. হাসান আলী বলেন, স্যার বর্তমানে মিটিংয়ে আছেন। আমাদের পথসভার আয়োজন ছিল। এ সময় বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের আমীর আনোয়ার হোসেনের নেতৃত্বে জামায়াতের ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
অন্যদিকে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর শাহ জাহান আলী ঢাকা পোস্টকে বলেন, আনোয়ার হোসেনকে অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। চাকরির বিষয়ে অনৈতিক লেনদেন ও ঘুষ গ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমি এখন বাইরে আছি, বিস্তারিত পরে জানাব।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। ওই এলাকা থেকে কেউ এখনো আমাদের জানায়নি। তবে বিষয়টির খোঁজ নিচ্ছি।



