পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিভাগীয় শহরে জামায়াতসহ পাঁচ দলের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১১:৫২ এএম
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠাসহ পাঁচ দফা দাবিতে রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আরও চারটি রাজনৈতিক দল। অন্য দলগুলো হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
গত রোববার ও সোমবার পৃথকভাবে মানববন্ধনের এ কর্মসূচি ঘোষণা করে দলগুলো। এর অংশ হিসেবে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত বিভিন্ন স্থানে দলগুলোর নেতা–কর্মীরা পৃথকভাবে মানববন্ধনে অংশ নিচ্ছেন। আগামীকাল (বুধবার) দেশের সব জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে জানান, তৃতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, পাঁচ দফা দাবি আদায়ে মঙ্গলবার ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল বুধবার একই সময়ে দেশের সব জেলায় মানববন্ধন হবে। কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা নেতাসহ সারাদেশের মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে বলেন, পাঁচ দফা দাবির প্রতি জনগণ সমর্থন জানিয়েছে। এই দাবিগুলো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। সরকার অবিলম্বে এসব দাবি মেনে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করুক।
এদিকে জাগপার মুখপাত্র রাশেদ প্রধান সংবাদ সম্মেলনে বলেন, শুধু স্বাক্ষর নয়, অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আইনি আদেশ জারি করতে হবে। একই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে ওই আদেশের ওপর গণভোট আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট হলে নির্বাচন মুখ্য এবং সনদ গৌণ হয়ে পড়বে।
দলগুলোর যৌথ পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করা, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।



