পিআর পদ্ধতির নামে নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০১:১৪ পিএম
ছবি : সংগৃহীত
সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দিলে তা তারা মেনে নেবে না।
রোববার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “দীর্ঘদিন ধরে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। সংস্কার কমিশনের বেশিরভাগ প্রস্তাব বিএনপির ৩১ দফার সঙ্গে মিল রয়েছে। আগামী ১৭ অক্টোবর এ বিষয়ে সনদ স্বাক্ষর হবে। যেসব বিষয়ে মতৈক্য হয়নি, সেগুলো নির্বাচনের সময় জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে নির্ধারিত হবে।”
তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি নিয়ে জনগণের মধ্যে স্পষ্ট ধারণা নেই। এটি সংস্কার কমিশনের নয়, কিছু রাজনৈতিক দলের প্রস্তাব। এই পদ্ধতি নিয়ে আন্দোলন হচ্ছে, যার উদ্দেশ্য নির্বাচনকে বিলম্বিত করা। বিএনপি আগেই বলেছে, পিআর গ্রহণযোগ্য নয়।”
বিএনপি মহাসচিব বলেন, “জনগণ একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়, যার মাধ্যমে তারা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারবে। ১৪ মাসে রাতারাতি সংস্কার সম্ভব নয়—এটা জনগণ বিশ্বাস করে না।”
তিনি জানান, বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় এবং জনগণ সেই নির্বাচনে পরীক্ষিত দলকে বেছে নেবে।
শেষে তিনি বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে সুযোগ দেশের মানুষ পেয়েছে, তা যেন হারিয়ে না যায়। কিছু মানুষ একাত্তরের ইতিহাস ভুলিয়ে দিতে চায়। কিন্তু দেশের মানুষের শক্তি আছে ষড়যন্ত্র মোকাবিলা করে বিজয় অর্জনের।”



