Logo
Logo
×

রাজনীতি

নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে পার্লামেন্ট গঠন হোক : ফখরুল ইসলাম

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:২৯ পিএম

নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে পার্লামেন্ট গঠন হোক : ফখরুল ইসলাম

ছবি-সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দেশের জনগণই নির্ধারণ করবে কে তাদের প্রতিনিধিত্ব করবে। সবাই চাই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট গঠন হোক।”

শনিবার (১১ অক্টোবর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া পাইলট সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত নেতা হান্নান শাহের নবম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের একমাত্র দাবি হলো দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। একটি নির্বাচিত সংসদ আমরা চাই, এবং তা হবে শুধু একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে।

বিএনপি মহাসচিব আরও বলেন,অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস একজন সম্মানিত ব্যক্তি; তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সম্মানিত। আমরা তাকে এই দায়িত্ব দিয়েছি,কারণ আমরা বিশ্বাস করি তিনি নিরপেক্ষ থেকে একটি গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করতে পারবেন এবং সেই নির্বাচন থেকেই নতুন পার্লামেন্ট ও সরকার গঠিত হবে। কিন্তু কিছু মহল নির্বাচন ব্যাহত করতে নানা চেষ্টা করছে। আগেও বিভিন্ন সময়ে এ রকম প্রচেষ্টা দেখা গেছে।

পাশাপাশি লন্ডনে অনুষ্ঠিত এক বৈঠকের কথাও তুলে ধরেন ফখরুল, যেখানে দলের নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সভা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে-আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই ঘোষণার পরে দেশের মানুষ আশাবাদী বলে তিনি দাবি করেন।

বক্তব্যে মির্জা ফখরুল দায়েরকৃত দমন-পীড়নমূলক মামলার কথা উল্লেখ করে জানান, গত কয়েক বছরে তাদের বহু নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, অনেকে নিহত ও গুম হয়েছেন, এবং বিএনপির চেয়ারপারসন দীর্ঘদিন কারাবাসে ছিলেন। এই মূল্যভার বহন করেই তারা আজকের আন্দোলনে রয়েছে।

সম্মেলনে তিনি দলের নেতাকর্মীদের অনুরোধ করে বলেন, এখন নীরব থাকার সময় শেষ; গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য প্রতিটি মানুষকে সক্রিয় হতে হবে, শান্তিপূর্ণ হলেও দৃঢ় প্রত্যয়ে মাঠে নামতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, প্রয়াত হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান, বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল প্রমুখ।

মির্জা ফখরুল অনুষ্ঠানে শাহ রিয়াজুল হান্নানকে গাজীপুর-৪ (কাপাসি) আসনের বিএনপি প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন এবং সবার কাছে তার জন্য ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন