জামায়াত ক্ষমতায় গেলে সব সমাস্যার সমাধান হবে : গোলাম পরওয়ার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ পিএম
ছবি-যুগের চিন্তা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী পাশ করে ক্ষমতায় গেলে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে। ওয়ান টু তে সব সমাস্যার সমাধান হয়ে যাবে। এ জন্য জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদকে ভোট দিতে ভোটারদের প্রতি আহবান জানান তিনি।
শনিবার সকালে পাইকগাছা কলেজ মাঠের প্রশাসনিক ভবনের পুর্ব পাশে ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
উপজেলা জামায়তের আমির মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খুলনা - ৬ আসনের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
কেন্দ্রীয় ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন জামায়াতে জেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা আমিনুল ইসলাম,আবুজার আল গিফারী।
অনুষ্ঠিত যুব সমাবেশে সঞ্চলনায় ছিলেন,উপজেলা সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন ও আব্দুল খালেক । এ সময় আরও উপস্থিত ছিলেন এ্যাড,শাহ আলম,মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও মাওলানা শফিকুল ইসলামসহ জামায়াতের অন্য বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



