নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: গোলাম পরওয়ার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পিএম
ছবি : সংগৃহীত
নির্বাচনের আগে দেশে কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (১০ অক্টোবর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জামায়াত আয়োজিত এক গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “নির্বাচনের আগে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর একাংশ বিশেষ দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে, যা নির্বাচনকে প্রভাবিত করছে। এই পরিস্থিতি পরিহার করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির পক্ষে মত দিয়ে তিনি বলেন, “এই পদ্ধতি নতুন হলেও বিশ্বজুড়ে জনপ্রিয়। সরকার ও ঐকমত্য কমিশনের উচিত জাতির আকাঙ্ক্ষা পূরণে পিআর পদ্ধতির পক্ষে একমত হওয়া।”
তিনি আরও বলেন, “মেনন-ইনু ১৭ বছর ধরে শেখ হাসিনাকে রাজনৈতিক প্রটেকশন দিয়ে গেছেন। তারা না থাকলে শেখ হাসিনা এতদিন টিকে থাকতে পারতেন না। একই অপরাধে জড়িত থাকায় তাদেরও বিচার হওয়া উচিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বড় অপরাধীদের বিচার যেন নির্বাচনের আগেই সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে হবে।”
সরকারের উদ্দেশে তিনি বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড, পিআর পদ্ধতি এবং অপরাধীদের বিচার নিশ্চিত করে একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করুন। প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থা রয়েছে। তিনি যেন কোনো চাপের কাছে নত না হন এবং নিরপেক্ষ অবস্থান বজায় রাখেন।”



