Logo
Logo
×

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই: আমীর খসরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০১:৫৬ পিএম

জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই: আমীর খসরু

ছবি : সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যতটুকু ঐকমত্য হয়েছে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, “ম্যান্ডেটবিহীন রাজনৈতিক দলগুলোকে জনগণ সব সমস্যার সমাধানের দায়িত্ব দেয়নি। যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, তা নিয়েই এগোতে হবে। আর যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলোর সমাধান হবে আগামী নির্বাচনের পর।”

নির্বাচনে প্রার্থী ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি সময়মতো প্রার্থী ঘোষণা করবে। দল যাকে উপযুক্ত মনে করবে, সবাই তাকে সমর্থন দেবে।”

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে স্কিল ডেভেলপমেন্ট, প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি জার্মানি বাংলাদেশকে ভবিষ্যতের বিনিয়োগের জন্য সম্ভাবনাময় গন্তব্য হিসেবে বিবেচনা করছে বলেও উল্লেখ করেন।

গণতন্ত্র মঞ্চসহ যে কেউ ৩০০ আসনে নির্বাচন করতে পারে—এ বিষয়ে বিএনপির কোনো আপত্তি নেই বলেও মন্তব্য করেন আমীর খসরু।

আওয়ামী লীগ নেতার সঙ্গে তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি এসব নিয়ে মন্তব্য করে না। রাজনীতি সহজ নয়। জনগণ কী চায়, সেটাই বিএনপির কাছে গুরুত্বপূর্ণ।”

খালেদা জিয়ার রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “তিনি কখনোই রাজনীতি থেকে সরে যাননি। জিয়াউর রহমানের কবর জিয়ারত করা তার স্বাভাবিক কর্ম। এটি নিয়ে রাজনীতিকরণের সুযোগ নেই।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন