Logo
Logo
×

রাজনীতি

প্রাণিদের বিনামূল্যে সেবা দিতে তারেক রহমানের অ্যাম্বুলেন্স উপহার

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:২৪ পিএম

প্রাণিদের বিনামূল্যে সেবা দিতে তারেক রহমানের অ্যাম্বুলেন্স উপহার

ছবি : সংগৃহীত

রাজধানীর বসুন্ধরায় একটি নির্মাণাধীন ভবনের নিচে অসুস্থ অবস্থায় পড়ে আছে একটি কুকুর। মোবাইল ফোনে ডাক আসে অ্যাম্বুলেন্সের। খবর পেয়েই ছুটে আসে অ্যাম্বুলেন্স। তারপর কুকুরটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় বারিধারার একটি প্রাণি হাসপাতালে। 

অবাক করা ব্যাপার হলেও শুধু প্রাণিদের জন্য এমন এম্বুলেন্স সেবা চালু করেছে বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার এসোসিয়েশন নামের একটি সংগঠন। প্রাণির প্রতি ভালোবাসা থেকে সংস্থাটিকে এই এম্বুলেন্সটি উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যা পেয়ে আপ্লুত প্রাণিপ্রেমিরা।

বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার এসোসিয়েশন জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রাণিদের জন্য বিনামূল্যে সেবা দিবে এই এম্বুলেন্সটি। মোবাইলে 01346990244 নম্বরে সকল করলেই এম্বলেন্স পৌঁছে যাবে নির্ধারিত ঠিকানায়। পথের প্রাণিদের বিনামূল্যে চিকিৎসা দিতে শিগগিরই হাসপাতালও প্রতিষ্ঠার উদ্যোগের কথা জানিয়েছে সংস্থাটি।

প্রাণির এম্বুলেন্সের চালক শফিকুল ইসলাম বলেন, গত চারদিন ধরে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেবা দিচ্ছি। প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০টি প্রাণিকে উদ্ধারের জন্য কল আসছে। আমরা কল পেলেই দ্রুত নির্ধারিত ঠিকানায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছি।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক  আদনান আজাদ আসিফ বলেন, পথের প্রাণিদের কথা ভেবে এই এম্বুলেন্সটি আমাদের উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত দিনদিন ধরে আমরা সেবা দেওয়া শুরু করেছি। এখন শুধু রাজধানীতে সকাল সন্ধ্যা সেবা দিচ্ছি। ধারাবাহিকভাবে এই সেবা ২৪ ঘণ্টা এবং ঢাকার বাইরেও চালু করা হবে।

তিনি বলেন, কেউ আহত বা অসুস্থ প্রাণির ঠিকানা বললেই আমাদের এম্বুলেন্স ছুটে যাচ্ছে। কারো কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না। তবে বৃত্তবান কেউ তাদের পালিত বিদেশী কুকুরকে বহন করতে চাইলে তারা যদি তেলের টাকা দিতে চান আমরা তাদের নিরুৎসাহিত করছি না।

পথের প্রাণিদের জন্য বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার এসোসিয়েশনের বিনামূল্যের হাসপাতালও মাসখানেকের মধ্যে চালু করার কথা জানান সংস্থাটির আহ্বায়ক আদনান আজাদ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন