Logo
Logo
×

রাজনীতি

নবীজী সাংবাদিক ছিলেন : আমির হামজা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৩০ পিএম

নবীজী সাংবাদিক ছিলেন : আমির হামজা

ছবি : সংগৃহীত

আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছেন, মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)-কে আল্লাহ তা’আলা নবী নাম দিয়ে পাঠিয়েছিলেন। নবী মানে সংবাদ বাহক। সেই হিসেবে, নবীজী সাংবাদিক ছিলেন। 

তিনি সাংবাদিকদের সম্মান দিয়ে বলেন, আপনারা যেহেতু ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান, এজন্য আপনাদের সম্মান একটু বেশি। সারা বিশ্বের সব সংবাদকে একত্রিত করতে মহান আল্লাহ বিশ্বনবীকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছিলেন, সাংবাদিক করে পাঠিয়েছেন। সেই মহান পেশা যারা গ্রহণ করেছেন, আল্লাহ তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করবেন। 

বুধবার (৮ অক্টোবর) বেলা ১২টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা আরও বলেন, ‘কুরআনে কারিমে আছে, আল্লাহ বলেন, হে নবী ওই মহান সংবাদের কথা মানুষকে জানান। আল্লাহ কুরআনে কারিমে আরও বলেন, হে নবী, আপনি কি মানুষের মাঝে বার্তা বহন করতে কষ্ট পান। সংবাদ সংগ্রহ করতে এবং সঠিকটা তুলে ধরলে চাপ মোকাবেলা করতে কষ্ট পান। এই কষ্টের পারিশ্রমিক আমি নিজে দিব।’

তিনি আরও বলেন, ‘কুষ্টিয়ায় যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে। সেগুলো জনবান্ধন করে তোলার দরকার। মানুষ এগুলোয় যেতে ভয় পায়, আমরা সেগুলো জনবান্ধন করে গড়ে তুলবো। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো গড়াই ব্রিজ দ্রুত বাস্তবায়নের চেষ্টা করব। মজমপুর মোড়ে একটা ফ্লাইওভার নির্মাণ করা হলে যানযট নিরসন হবে। চাউল শিল্পকে আধুনিকায়ন করা হবে। কুষ্টিয়া চিনি কল চালু করা দরকার। ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা প্রশস্তকরণ করব। কুষ্টিয়া সার্বিক উন্নয়ন করব আমরা।’

গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।

এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দারসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এবং কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন