Logo
Logo
×

রাজনীতি

কয়েক উপদেষ্টা‘সেফ এক্সিট’ নিয়ে ভাবছেন : সারজিস

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ পিএম

কয়েক উপদেষ্টা‘সেফ এক্সিট’ নিয়ে ভাবছেন : সারজিস

ছবি-সংগৃহীত

কয়েক জন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সসম্মানে কীভাবে ‘সেফ এক্সিট’ নেওয়া যায়, তা নিয়ে ভাবছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় রাজশাহী চেম্বার অব কমার্স ভবনের অডিটরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন,‘নির্বাচনের মধ্য দিয়ে চুপিচুপি দায়সারাভাবে সরে যাওয়া সম্মানের নয়। তাদের কারণেই বিচার, আইনশৃঙ্খলা ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে।’

তিনি বলেন, প্রধান উপদেষ্টা আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করবেন না বলেই ধারণা করি। কারণ দেশের জনগণ উপদেষ্টা পরিষদ নয়,তার প্রতিই আস্থা রেখেছিল।

তিনি আরও বলেন,‘ফেব্রুয়ারির মধ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি এবং গণঅভ্যুত্থানে জড়িত শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিচারের রায় হলে, ঘোষিত সময়েই নির্বাচনে অংশ নিতে কোনো বাধা থাকবে না এনসিপির।’

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে এনসিপির মুখ্য সংগঠক বলেন,‘বাংলাদেশে কোনোভাবেই আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। তাদের প্রতীক, নিবন্ধন ও রাজনৈতিক অনুমোদন বাতিল করতে হবে। তা না হলে আগের মতোই ছাত্র ও জনতা রাজপথে নামবে।’

এর আগে বিকেল সাড়ে ৪টায় সারজিস আলম রাজশাহীতে এনসিপির জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভায় তিনি দলের অভ্যন্তরীণ কার্যক্রম, রাজনৈতিক দিকনির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং মহানগর প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন