Logo
Logo
×

রাজনীতি

যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারাই চ্যালেঞ্জ : সালাহউদ্দিন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ পিএম

যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারাই চ্যালেঞ্জ : সালাহউদ্দিন

ছবি-সংগৃহীত

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকলে সংকটমুক্ত জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘নির্বাচনটা চ্যালেঞ্জ না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা-কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ।

সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নাগরিক যুব ঐক্য 'আগামী নির্বাচন গুণমানসম্পন্ন ও সবার জন্যে গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী নির্বাচনে পতিত ফ্যাসিস্ট চেষ্টা করবেই অস্থিরতা সৃষ্টির। কিন্তু এখন পর্যন্ত তারা কি অর্জন করতে পেরেছে। রাতের অন্ধকার দুই একটা ঝটিকা মিছিল ছাড়া।

এগুলো বাংলাদেশের মানুষ পাত্তা দেয় না।

তিনি বলেন, আমাদের মধ্যে বিতর্ক হবে। কিন্তু আমরা যদি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সমুন্নত রাখি এবং শক্তিতে পরিণত করি ইনশআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে ফ্যাসিবাদের কোন উৎপাত এবং উৎপত্তি হবে না।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, একটা প্রশ্ন উত্থাপন করা হয়েছে গণভোট একই দিনে করলে সুবিধা এবং অসুবিধা কী? আমরা সুবিধার কথা বলেছি।

একাধিক ব্যালটে ভোট দিতে জনগণ অভ্যস্ত উল্লেখ করে তিনি বলেন, এখনই তো আমরা তিনটি ব্যালটে ভোট দিতে অভ্যস্ত। স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যানের জন্য একটা, মহিলা মেম্বারের জন্য একটা, পুরুষ মেম্বারের জন্য একটা দিচ্ছি না? যদিও সেই নির্বাচনগুলো ফ্রড হয়েছে, কিন্তু দিচ্ছি তো! উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যানের জন্য একটা, মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য একটা, পুরুষ ভাইস চেয়ারম্যানের জন্য—আমরা দিচ্ছি তো। সিটি করপোরেশন মেয়রও এ রকম দুই-তিনটা ব্যালট থাকে। সুতরাং আমাদের জনগণ অভ্যস্ত।

তিনি বলেন, গণভোটের জন্য যে ব্যালটটা হবে, সেই ব্যালটে আমাদের সাধারণ জনগণের বোঝার জন্য নির্বাচন কমিশন প্রচারণা দিতে পারে যে, লাল চিহ্নে টিক দিলে না, সবুজ চিহ্নের মধ্যে টিক দিলে হ্যাঁ, এ রকমও হতে পারে। খুব সিম্পল করা যায়। আর গণভোটের প্রশ্ন তো জনগণের সামনে উন্মুক্তই থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন