Logo
Logo
×

রাজনীতি

তারেক রহমানের ঘোষণা ‘ন্যাশনাল গ্রিন মিশনের’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১০:৫৯ পিএম

তারেক রহমানের ঘোষণা ‘ন্যাশনাল গ্রিন মিশনের’

ছবি-সংগৃহীত

‘ন্যাশনাল গ্রিন মিশন’ বা জাতীয় সবুজ মিশন চালু করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (৫ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে এমন পরিকল্পনার কথা জানান তিনি।

তিনি বলেন, আমরা একটি জাতীয় সবুজ মিশন চালু করব, ২৫ কোটি গাছ রোপণ করব, নদী পুনরুদ্ধার করব, বর্জ্যকে সম্পদে রূপান্তর করব, কৃষিকাজ আধুনিকীকরণ করব, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করব এবং আমাদের যুবসমাজের জন্য সুযোগ তৈরি করতে সমুদ্র অর্থনীতি সম্প্রসারণ করব। আমরা ঢাকা কেন্দ্রিক প্রবৃদ্ধি বন্ধ করব এবং আধুনিক, সুপরিকল্পিত শহর গড়ে তুলব যাতে প্রতিটি অঞ্চল উন্নত হয় এবং প্রতিটি নাগরিক উপকৃত হয়।

পোস্টে তিনি আরও বলেন, একটি বাড়ি একটি মৌলিক মানবাধিকার। আমাদের সকলেরই এমন একটি আবাসস্থল পাওয়ার অধিকার আছে যা নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত। আমাদের গ্রামাঞ্চল, শহর, শহর, নদী, বন, সবই আবাসস্থল। সবকিছু মিলেই আমাদের ভবিষ্যত। বিধ্বস্ত পরিবেশে যেমন মজবুত ঘর থাকতে পারে না তেমনি টেকসই উন্নয়ন ছাড়া আমরা সমৃদ্ধ জাতি গড়ে তুলতে পারব না।

বিশ্ব বাসস্থান দিবসে বিএনপির ৩১-দফা পরিকল্পনাকে এসব সমস্যা সমাধানের জন্য রোডম্যাপ হিসেবে পুনর্ব্যক্ত করেন তিনি। এ সময় দুটি প্রতিশ্রুতির ওপর জোর দেন তারেক রহমান। সেগুলো হল— জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা (দফা ২৯) এবং পরিকল্পিত, সুষম নগরায়ন ও বিকেন্দ্রীকরণ (দফা ৩১)।

তিনি অঙ্গীকার করেন, বিএনপি সরকার আবাসস্থল এবং ভবিষ্যৎ রক্ষা করবে। সেইসাথে, একটি সবুজ এবং আরও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন