আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমদের শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থা ‘ক্রিটিক্যাল’ বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
শনিবার (৪ অক্টোবর) রাত আটটার দিকে তার রক্তচাপ ও পালস হঠাৎ কমে যায়। পরে কিছুটা স্থিতিশীল হলেও সামগ্রিক অবস্থা এখনও আশঙ্কাজনক।
তোফায়েল আহমদের ব্যক্তিগত সহকারী আবুল খায়ের জানান, “স্যারের অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে।”
প্রায় ১০ দিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় হাসপাতালে ভর্তি আছেন এই প্রবীণ রাজনীতিক। শনিবার রাতে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে কিছু অনলাইন সংবাদমাধ্যমে।
এ বিষয়ে স্কয়ার হাসপাতালের ‘কাস্টমার কেয়ার’ প্রতিনিধি মোরশেদুল ইসলাম বলেন, গত এক সপ্তাহ ধরে এ ধরনের গুজব ছড়াচ্ছে। অনেকেই ফোন করে জানতে চান। তিনি সিসিইউতে ভর্তি আছেন, তার অবস্থা সম্পর্কে চিকিৎসকরাই বিস্তারিত জানাতে পারবেন। খারাপ কিছু হলে অবশ্যই আমরা গণমাধ্যমকে জানাব।
তোফায়েল আহমদের পরিবারের এক সদস্য জানান, রাত আটটার দিকে প্রেশার ও পালস কমে গিয়েছিল, এখন কিছুটা স্থিতিশীল হলেও সার্বিক অবস্থা এখনও সংকটাপন্ন।



