Logo
Logo
×

রাজনীতি

জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দেশে কোনো বেকার থাকবে না: গোলাম পরওয়ার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম

জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দেশে কোনো বেকার থাকবে না: গোলাম পরওয়ার

ছবি : সংগৃহীত

তরুণদের প্রথম ভোট ‘দাঁড়িপাল্লায়’ পড়বে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে কোনো তরুণ বেকার থাকবে না। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে কোনো এমপি বা মন্ত্রী সরকারি গাড়ি, বাড়ি বা সুবিধা গ্রহণ করবে না। অন্য দলও চাইলে এমন অঙ্গীকার করতে পারে।” তিনি আরও জানান, ডুমুরিয়ার বিল ডাকাতিয়া এলাকার জলাবদ্ধতা নিরসন, মিনি স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে।

আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে জামায়াতের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

সমাবেশে জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম বলেন, “যারা অতীতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল, তারা আবারও সেই পথে হাঁটছে—বালু চুরি, পাথর চুরি, দুর্নীতি সবই চলছে।” তিনি অভিযোগ করেন, “সংস্কারের বিষয়ে একটি দল বাদে সবাই একমত হলেও, তারা ভাবছে ক্ষমতায় গেলে তবেই সংস্কার করবে।”

সকাল থেকেই জামায়াত নেতাকর্মীরা মিছিল নিয়ে স্বাধীনতা চত্বরে জড়ো হন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা, সমাবেশে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন