আখতারের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের উদ্দেশ্যে সারজিসের হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ‘জুলাই সন্ত্রাসী’ স্লোগান দিয়ে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার রাত দেড়টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং গালিগালাজ করা হয়।
এই ঘটনায় এনসিপির নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঘটনাটিকে “অনাকাঙ্ক্ষিত” বলে মন্তব্য করেছেন। একইভাবে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিবও নিন্দা জানিয়েছেন।
এদিকে, পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে এনসিপির অন্যতম শীর্ষ নেতা সারজিস আলম তার ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আওয়ামী লীগের সংশ্লিষ্টদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি লিখেছেন, “বিগত ১৭ বছরে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, লুটপাট, ধর্ষণসহ এমন কোনো ঘৃণিত কাজ নেই যা তারা করেনি।”
হামলাকারীদের ‘অসভ্য জানোয়ার’ আখ্যা দিয়ে সারজিস বলেন, “দালালি করতে করতে এরা বিবেক হারিয়েছে, পরিবার-পরিজনের জন্য অভিশাপ হয়ে উঠেছে।” তিনি আরও বলেন, “এই নরপশুদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই।”
সারজিস আলম তাদের আশ্রয়দাতাদের উদ্দেশেও সতর্কবার্তা দিয়ে বলেন, “যারা অর্থ বা সুবিধার বিনিময়ে এই ব্যক্তিদের আশ্রয় দিয়েছেন, তারা সাবধান হোন। সুযোগ পেলে এই কালো সাপগুলো আপনাদেরকেই ছোবল মারবে।”
এই ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের সফর ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে, যা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কূটনৈতিক পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।



