Logo
Logo
×

রাজনীতি

ছয় নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ এএম

ছয় নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ছয়টি নতুন রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের স্বাক্ষরের পর শিগগিরই এসব দলকে নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মাঠ পর্যায়ের যাচাই-বাছাই শেষে ছয়টি দলের নিবন্ধনের নথি কমিশনের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ আরও দুটি দল। সংশ্লিষ্ট শাখার কার্যক্রম সম্পন্ন হয়েছে গত রোববার। সোমবার (২২ সেপ্টেম্বর) নথি কমিশনের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। কমিশন চাইলে চূড়ান্ত সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারবে।

একই সূত্র জানায়, ছয়টি দল নিবন্ধনের জন্য নির্বাচিত হলেও ১০টি দলের বিষয়ে পুনতদন্ত করা হবে এবং ৬টি দলের আবেদন বাতিল করা হয়েছে। পুনতদন্তের আওতায় থাকা ১০ দলের মধ্যে ৯টির মাঠ পর্যায়ে পুনতদন্ত হবে এবং একটি দলের তদন্ত সরাসরি একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হতে পারে।

এর আগে ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২০টি দলের শুনানি নেন। এবারও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল নিবন্ধনের আহ্বান জানায় কমিশন। এতে ১৪৩টি দল আবেদন করলেও প্রাথমিকভাবে কেউ শর্ত পূরণ করতে না পারায় সবাইকে ঘাটতি পূরণের সুযোগ দেওয়া হয়। শেষ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টিসহ ৮৪টি দল সাড়া দিলেও এর মধ্যে ৬২টি দল শর্ত পূরণে ব্যর্থ হয়। ফলে ২২টি দলের তথ্য যাচাই শেষে শুনানি নেয় ইসি।

যে ২২টি দলের মাঠ পর্যায়ে তদন্ত করা হয়েছে সেগুলোর মধ্যে ছিল—ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় জনতা পার্টি, জনতার দল, মৌলিক বাংলা, বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় লীগ, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।

আইন অনুযায়ী নিবন্ধনের জন্য দলের একটি কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলায় কমিটি, ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ন্যূনতম ২০০ ভোটারের সমর্থন থাকা বাধ্যতামূলক। এছাড়া দলটির কেউ যদি সংসদ সদস্য হয়ে থাকে বা গত নির্বাচনে ন্যূনতম পাঁচ শতাংশ ভোট পেয়ে থাকে, তাহলেও নিবন্ধনের যোগ্য হিসেবে বিবেচিত হয়।

বর্তমানে দেশে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। নতুন ছয়টি দল যুক্ত হলে এই সংখ্যা দাঁড়াবে ৫৭-এ। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দল নিবন্ধন প্রথা চালু করে ইসি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন