Logo
Logo
×

রাজনীতি

বাংলাদেশ তরিকত পার্টির আত্মপ্রকাশ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম

বাংলাদেশ তরিকত পার্টির আত্মপ্রকাশ

ছবি-সংগৃহীত

আদর্শ রাষ্ট্র গঠনে ৩৭ দফা লক্ষ্য ঘোষণা দিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ তরিকত পার্টি। রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে দলটি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই ২০২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান হলেও বর্তমানে দেশে এক ধরনের “নীরব নৈরাজ্য” বিরাজ করছে। সারা দেশে মাজার শরিফে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, এমনকি কবর থেকে লাশ তুলে আগুনে পোড়ানোর মতো বর্বরোচিত ঘটনা ঘটেছে।

খাদেমসহ বহু মানুষ খুন, গুম ও নিখোঁজ হয়েছেন। এ অবস্থায় দেশের মানুষ আতঙ্ক ও শঙ্কার মধ্যে জীবন যাপন করছে।

বক্তারা বলেন, রাজনৈতিক ও প্রশাসনিক সংকটের কারণে দেশের আকাশে ক্রমশ কালো ছায়া নেমে আসছে। এমন পরিস্থিতিতে নৈরাজ্যবাদ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও দখলদারমুক্ত একটি আদর্শ রাষ্ট্র গঠনের দৃঢ় অঙ্গীকার নিয়ে তরিকত পার্টি আত্মপ্রকাশ করেছে।

তরিকত পার্টির নেতারা বলেন, ‘আমরা কলুষ ও দুর্নীতিমুক্ত আদর্শ রাষ্ট্র গড়তে তরিকতপন্থি ভাই-বোনসহ দেশের সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই। দলমত-হিংসা-বিদ্বেষ পরিহার করে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন