Logo
Logo
×

রাজনীতি

ছাত্রসমাজের একাধিক নেতাকর্মীকে আসামি করায় ক্ষোভ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম

ছাত্রসমাজের একাধিক নেতাকর্মীকে আসামি করায় ক্ষোভ

ছবি-সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্যদের ওপর হামলার ঘটনায় করা মামলায় বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটির আহ্বায়ক সাইফুল ইসলাম।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ক্ষোভ জানান।

সাইফুল ইসলাম বলেন, ২০১৮ সাল থেকে বর্তমান সময়কাল পর্যন্ত গণঅধিকার পরিষদের সঙ্গে একসঙ্গে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছে বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ। সেই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো যাচাই-বাছাই ছাড়াই ঢালাওভাবে মামলার আসামি করা অপ্রত্যাশিত।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও দলটির অন্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মামলায় ছাত্রসমাজের নেতাকর্মীদের নাম প্রত্যাহার কিংবা ন্যূনতম দুঃখ প্রকাশ করেননি বলেও জানান আহ্বায়ক সাইফুল ইসলাম।

এ সময় ঘটনার পেছনে কারও প্ররোচনা ও রাজনৈতিক ষড়যন্ত্র আছে কি না, সে বিষয়ে শঙ্কা প্রকাশের পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের সভাপতি।

তিনি আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্রসমাজ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। স্বৈরাচার সরকার ও তাদের দোসররা বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার রাখে না। বাংলাদেশের জনগণের কাছে তাদের ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলেই কেবল তারা রাজনীতি করতে পারবে। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের জনগণ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন