স্বৈরাচারী আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে: মঈন খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী শাসনের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। তিনি দাবি করেন, ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, যা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অর্থ।
শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক বীমা পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
ড. মঈন খান বলেন, “রাজনীতি তখনই অর্থবহ, যখন তা মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে। দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন না হলে রাজনীতি মূল্যহীন হয়ে পড়ে।”
তিনি আরও বলেন, “দেশের মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, ক্ষুধার চিন্তা না করে জীবনযাপন করতে পারে—এটাই রাজনীতির লক্ষ্য হওয়া উচিত। কিন্তু বর্তমান সরকার সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে।”
পদ্মা সেতু প্রকল্পে লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, “যে পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, তা দিয়ে ১০০টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব হতো।”
প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি, তবে বলেন, “একটি অপবাদও নেই যে তিনি দুর্নীতিবাজ ছিলেন।”
সমাজ থেকে দুর্নীতি দূর করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “সংস্কার যতই হোক, দুর্নীতি নির্মূল না হলে উন্নয়ন সম্ভব নয়।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম ওয়াহিদ মজুমদার। উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই বক্তব্যে বর্তমান সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে বিএনপির অবস্থান এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।



